ব্রেকিং নিউজ
পঞ্চগড় মোবাইল চুরির অভিযোগে এক নারীকে বেঁধে নির্যাতন বাপ্পীর সুস্থতা কামনায় দাকোপ বিএনপির মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত সপ্তাহের ব্যবধানে ডিমের দাম, অস্বস্তি মাছ মাংসের বাজার বিমান বিধ্বস্তে নিহত পাইলট আসিমের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে, স্বজনদের আহাজারি রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮/৩/২০২৪, ১১:১৫:২০ PM

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারীর আত্মগোপনে গিয়েও শেষ রক্ষা হলো না

রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারীকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-৪ এর সহায়তায় র‌্যাব-৫ এর রাজশাহীর সদস্যরা ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারীকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-৪ এর সহায়তায় র‌্যাব-৫ এর রাজশাহীর সদস্যরা ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাজাপ্রাপ্ত কুলসুম বেগম জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, ২০১৪ সালের মে মাসে রাজশাহীর পবা থানা এলাকায় মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছিলেন কুলসুম। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে কুলসুম আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আসামির অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। রায়ে আদালত কুলসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। ঢাকা থেকে আনার পর কুলসুমকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।